আমার জীবনে বেশ কিছু নতুন বন্ধুর আবির্ভাব হয়েছে। তাদের আমি খুব ছোটবেলা থেকে চিনি না, বরঞ্চ যৌবন প্রাপ্তির মধ্য পর্যায়ে পৌঁছে যাবার পর তাদের সঙ্গে সখ্যতা কিছু বেড়েছে। এদের কিছু মানুষের সঙ্গে আমি খুব স্বাভাবিক ভাবে মিশি, আবার কিছু মানুষের সঙ্গে মেশার সময় আমি একটু অতিনাটকতা ব্যবহার করি। তারা আমার ছন্দে নৃত্য করে, জেনে বুঝে করে কিনা জানি না, কিন্তু করে। আমার বেশ ভালো লাগে, সাদামাটা জীবন থেকে কিছু রং পাবার অবকাশ এখানে পাওয়া যায়। আমার এই নতুন লেখায় আজ তোমাদের এই নতুন বন্ধুদের সঙ্গে পরিচয় করাব, দেখতো তোমাদের কেমন লাগে!!! এরা প্রত্যেকে খুব ভালো মনের মানুষ, কেউ খুব সোজো, কেউ অতি গভীর......তোমরাই এবার বলো বন্ধুরা, এত বছর ধরে সাহিত্যের চরিত্র বিশ্লেষণ ও রচনা করার পর, মানুষের চরিত্র চিত্রণ কতটা করতে পারছি। আমার এক নতুন বন্ধু আছে, যাকে রবি ঠাকুরের ভাষায় বলতে গেলে কৃষ্ণকলি বলা যেতে পারে। তার চোখ গুলি অদ্বিতীয়া....তার হাসির মধ্যে একটা লাজুক মাধুর্য লুকিয়ে আছে। সে রেগে গেলে গালাগাল দিতে পারে, কিন্তু সেটা মনে লাগে না কখনো, সেটার মধ্যে একটা বন্ধুত্বের স্নেহ থাকে। তাকে প্রথম যখন দেখি, কোনো শহরের অতি আধুনি...