Skip to main content

আমার কিছু বন্ধু

আমার জীবনে বেশ কিছু নতুন বন্ধুর আবির্ভাব হয়েছে। তাদের আমি খুব ছোটবেলা থেকে চিনি না, বরঞ্চ যৌবন প্রাপ্তির মধ্য পর্যায়ে পৌঁছে যাবার পর তাদের সঙ্গে সখ্যতা কিছু বেড়েছে। এদের কিছু মানুষের সঙ্গে আমি খুব স্বাভাবিক ভাবে মিশি, আবার কিছু মানুষের সঙ্গে মেশার সময় আমি একটু অতিনাটকতা ব্যবহার করি। তারা আমার ছন্দে নৃত্য করে, জেনে বুঝে করে কিনা জানি না, কিন্তু করে। আমার বেশ ভালো লাগে, সাদামাটা জীবন থেকে কিছু রং পাবার অবকাশ এখানে পাওয়া যায়। আমার এই নতুন লেখায় আজ তোমাদের এই নতুন বন্ধুদের সঙ্গে পরিচয় করাব, দেখতো তোমাদের কেমন লাগে!!! এরা প্রত্যেকে খুব ভালো মনের মানুষ, কেউ খুব সোজো, কেউ অতি গভীর......তোমরাই এবার বলো বন্ধুরা, এত বছর ধরে সাহিত্যের চরিত্র বিশ্লেষণ ও রচনা করার পর, মানুষের চরিত্র চিত্রণ কতটা করতে পারছি।

আমার এক নতুন বন্ধু আছে, যাকে রবি ঠাকুরের ভাষায় বলতে গেলে কৃষ্ণকলি বলা যেতে পারে। তার চোখ গুলি অদ্বিতীয়া....তার হাসির মধ্যে একটা লাজুক মাধুর্য লুকিয়ে আছে। সে রেগে গেলে গালাগাল দিতে পারে, কিন্তু সেটা মনে লাগে না কখনো, সেটার মধ্যে একটা বন্ধুত্বের স্নেহ থাকে। তাকে প্রথম যখন দেখি, কোনো শহরের অতি আধুনিক মনে হয়নি, সে লাজুক আর ৫ জন ছিল। যদিও এখন সে বদলে গেছে, তার এই পরিবর্তন টা কতটা রহস্যজনক জানি না, কিন্তু রবি ঠাকুরের কৃষ্ণকলিতে যে শৈল্পিক যৌনতা ছিল, এতে সেটা আর নেই। তবে বন্ধুত্বের দিকে আমার বন্ধু খুব ভালো। সে নিঃস্বার্থ ভাবে আমাকে সাহায্য করে......কিন্তু মনে মনে আমি তার কাছে অসহ্য। এরকম অদ্ভুত মানুষ দেখেছেন? আমি তার কাছে মনুষ্যত্বহীন.........কিন্তু যদি তার কাছে কোনো কিছু হাত পেতে চাই......কোনোদিন ফেরায় নি। তবে আমার বন্ধু আমাকে আমার সব থেকে প্রয়োজনের মুহূর্তে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েছিল, তখন খানিকটা মহাভারত এর কর্ণের মতো মনে হচ্ছিল......আমার এই বন্ধুটি মিষ্টি.........তাকে আগে রোজ ফোন করতাম, অদ্ভুত বকতাম....সে উত্তেজিত হয়ে চেঁচাতো, ভালো আইডিয়া নয়? বন্ধুরা, তোমাদের খুব রাগ হচ্ছে নিশ্চয়ই এই কথা গুলো শুনে? কিন্তু কি করবো বলো.........যে আমাকে দু চোখে দেখতে পারেনা, তাকে এতটুকু অত্যাচার তো করাই যায়, তাই না? আমার এমন বন্ধু পেয়ে খুব ভালো লাগে বুঝলে? এরকম মহান মানুষ আমি সত্যিই দেখিনি.........সে আমাকে hate করে, আবার help করে, আবার জন্মদিনে নিজে ফোন করে উইশ ও করে..........কিন্তু জীবন যুদ্ধে ক্লান্ত হয়ে যখন তাকে বলি...."একটু সময় দিবি আমাকে"? সে সরে যায়....অন্ধকারে, তার বন্ধুত্ব শুধুমাত্র পার্থিবতায় সীমাবদ্ধ থাকে, তা শ্বাশত হয়ে উঠতে পারে না। 

আমার আরও এক ফ্রেন্ড আছে, সে বেশ ডাকাবুকো টাইপ। সে রমণী পরিবেষ্টিত হয়ে থাকে। সে সুযোগ পেলেই পেশী আস্ফালন করে...মুখে যৌন গন্ধের মাদকতায় ভরিয়ে দেয়। তার আশে পাশের বহু মানুষ তাকে সহ্য করতে পারে না। কিন্তু কেন জানি না, আমি মানুষটাকে বড় রেস্পেক্ট করি। সে যেকোনো মানুষের খুব ভালো বন্ধু। তুমি ভরসা করতে পারো যে তোমার বিপদে আর কেউ থাকুক বা না থাকুক সে থাকবে। সে কর্মঠ, সে জ্ঞানী........তার জ্ঞান পাঠ্য বই এর পাঠক্রমে থাকবে না.....সে জ্ঞান বাস্তবতার, সে জ্ঞান কর্মক্ষেত্রের........যেকোনো কঠিন বাধা আসুক.......আমি নিশ্চিত সে পার হবেই..............আর এতেই সে হয়ে উঠেছে অনান্য......সে লক্ষ্যে স্থির.....সে পরোয়া করে না কাউকে.......আমি নিশ্চিত বন্ধুরা....আমার এই বন্ধু একদিন বড় হবেই......এ অনেক আলাদা। সেদিন আমি না হয় বলবো....."বন্ধু রহো রহো সাথে........"!!!!

কাঁধ পর্যন্ত বেয়ে আসা কেশরাশি ও অনুভূতিপ্রবণ চোখ না হলে আমার এই বন্ধুটির মনে জায়গা পাওয়া খুব কঠিন। সে আজকের যুগের শহুরে মেয়েদের থেকে বেশ আলাদা। তাকে আমি মজা করে বলি যে সে ১৯৪৭ এর বাসিন্দা। নিঃসন্দেহে সে মনে মনে রাগ করে। কিন্তু তার এই সাবেকিয়ানাই আজকের যুগের আধুনিকতার কুফলগুলি কিছুটা হলেও ঢাকা পরে যায়। আমার বন্ধুটি বড় জটিল। তাকে কখনো মনে হয়েছে যে সে কল্পনার জগতে থাকে, যেখানে ভালোবাসা শুধু কোনো মানুষের আওয়াজ বা কথাতেই জেগে ওঠে, যেখানে স্পর্শ বা যৌনতা না থাকলেও চলে। সে নিজের জীবন নিয়ে খুব নিশ্চিত নয়, যেটা আজকের যুগের মানুষের মধ্যে দেখা যায় না। তার কাছে কথার প্রত্যুত্তর পাওয়া খুব সোজা, যেকোনো কথাকে এতটা মজার ছলে আমি ওকেই বলতে দেখি, তার কথায় শুধু সরল মজা থাকে, কোনো "sarcasm" থাকে না। সে মাঝেমধ্যেই খুব রেগে যায়, আর হাতের কাছে জিনিসপত্র যা পায় ছুঁড়ে মারে। যদিও আমার সেই সৌভাগ্য কখনো হয়নি। কিন্তু কি জানো বন্ধুরা.....আমার এই বন্ধুটি বড় ভালো, সে ভালোবাসতে জানে.....হয়তো সেই মানুষটা সে কখনো চোখেই দেখেনি। তার ভালোবাসা নিঃস্বার্থ, সেখানে অন্য কোনো আবেদন নেই, শুধু মন দেওয়ানেওয়ার খেলা। এমন ভালোবাসা কে না পেতে চায় বলো? আমার এই বন্ধুটির যত প্রশংসা করবো কম হবে....সে ওপর ওপর খুব সাধারণ.....কিন্তু আমি চাই প্রত্যেকে যেন এমন একজন বন্ধুকে পায় যে তার দুঃখের সময় তাকে সব থেকে বেশি পাশে থাকবে, ভালোবাসবে। শুধু আমার এই বন্ধুটির একটাই দোষ, সে প্রকৃত কাছের মানুষ চিনতে পারে না। যাদের সঙ্গে দূরের যোগাযোগ তাদের কে মনের বেশি কাছে রাখে......কিন্তু যারা প্রকৃত ভালো চায়....তাদের দূরে সরিয়ে রাখে.....

এত বন্ধুর মধ্যে আরেক জনের কথা না বলে থাকা যায় না। তার আমি নতুন নামকরণ করেছি "দূরদর্শন নিউজ"। অর্থ্যাৎ আমার এই বন্ধুটি কোনো ঘটনার কোনো ক্রিটিক্যাল অ্যানালিসিস করে না। শুধু বলে আজ এই ঘটেছে, অমুকটা বলেছে.....কিন্তু সেটা তার আদৌ ভালো লেগেছে না খারাপ লেগেছে সেটা নিয়ে কোনো মন্তব্য নেই। তবে ও আমার খুব ভালো ফ্রেন্ড...আমি কখনো না গেলেই খোঁজ নেয়....সবাই চলে গেলেও আমার জন্যে দাঁড়িয়ে থাকে....নিজে হেঁটে আমার বাড়ি আসতে চায়....এমন নিখাদ বন্ধুত্ব আমি বেশি পাইনি। কিন্তু আমার খুব খারাপ লাগে ওর খুব দরকারের মুহূর্তে আমি ওকে হেল্প করতে পারিনি।আমার বন্ধু খুব ভালো বড় ভালো.......

বন্ধুরা........এই হলো আমার নতুন কিছু বন্ধু....যাদের কে আমার অন্যদের থেকে বেশ আলাদা মনে হয়েছে,তাই এদের কথাই বললাম........আর বাকি রয়ে গেল আরও একজন। তার কথা প্রকাশ্যে বলবো না। সে আমার মনেই থাক.....সব কথা কি বলা যায় বলো? আশা রাখি তোমরাও তোমাদের জীবনে এমন অনেক ভালো মানুষদের কে খুঁজে পাবে........ভালো থেকো।

Comments

  1. tor ae dekhar chokh gulo harie felis na jano.tahale amra natun lekha pabo ki kare?

    ReplyDelete
  2. hariye gechhlo. khuje ber korechhi

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

OSUDH

cheleti boro kosto pai, ma baba sobai bole osudh khawar kotha, doctor dekhabar kotha------ kintu cheleta sone na.je meyeta dwitiyo barer jonno tar mone khoniker unki die chole gechilo------ seo bole osudh khete, kintu se karo kotha sone na. dudin bade badei tar peter bamo, college kamai, peter bhetorer jontro gulo majhe modhei janan dei tader okhomotar kotha. tobu se karo kotha sone na, kono badha mane na. take keu osudh khete bolleo se rege jai------- karon 'tar' jaiga se kaok dite raji noi. keu barbar bolle tak jiggesh kore----- " amak bhalobaso"? tara matha namie chole jai. bondhutto r bhalobasar sukho simarekhata keu otikrom korte chai na, sobai sekhane nijer chintai mogno, dikbrosto pothiker hat dhorte sobai sontrosto. cheleta apon mone gan gai, akasher tarar dike cheye tar kotha bhabe. sei sundor grishmer dupure school kamai kore gawa ganer sei line gulo mone kore------ " takhon k bole go sei probhate nei aami?/ sokol khelai korbo khela ei ami......" c...

HER TEARS WERE MY SATISFACTION

since i was acquainted with Bengali literature, i always heard the name of SARATCHANDRA CHATTERJEE, a very famous novelist in bengali novels. i have heard from my mother and teachers, how they loved those novels and shed bucket-full tears by sympathising with suffering female character of the novel. SARATCHANDRA CHATTERJEE was and is very famous for potraying the poor and downtrodden, especially the condition of the poor village women. he knew the art of reading a woman's heart..........a quality which is very rare. at least i never successfully realised a woman's feelings. and young ladies were able to find the potrayal of their lives in those characters, and used to shed tears. SARATCHANDRA CHATTERJEE did not write to make them cry, but it was the sheer genius of that man, which compelled the reader to take those fictions as realities. i possess the habit of writing short stories. i have right a few....my girlfriend was the first one to inspire and the harshest critic too. w...